নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

আড়াইহাজারে দুই শীর্ষ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৯, ২১ আগস্ট ২০২৩

আড়াইহাজারে দুই শীর্ষ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আড়াইহাজার থানা পুলিশ  ও গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ শীর্ষ মাদক বিক্রেতা শওকত (৪৮) ও গোলজার আলীকে (৪০) গ্রেপ্তার করেছে।

 

রোববার রাতে উপজেলার বিশনন্দী  ইউনিয়নের দয়াকান্দা ও চালাকচর গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। শওকত দয়াকান্দা গ্রামের রওশন আলী ও গোলজার চালাকচর গ্রামের শহর আলীর ছেলে। 


আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেপ্তারকৃত ২ জন শীর্ষ ও তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন এরা পুলিশের চোঁখ ফাকিঁ দিয়ে নিজ  এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল।

 

গোপনে খবর পেয়ে আড়াইহাজার  থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা ও গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খানের নেৃতত্বে পুলিশের একাধিক টিম ওই দুটি গ্রাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

ধৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো জানান, এই সময় শওকতের সহযোগি চৈতনকান্দা গ্রামের মৃত ইউনুসের ছেলে রিপনকে (৩৭) আটক করা হয়েছে।