
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মহানগর বিএনপির সমাবেশে বন্দর থানা যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে শোডাউন অংশগ্রহণ করেছে।
রবিবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকেল চারটায় নগরীর চাষাড়া মিশন পাড়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
এদিকে মহানগর বিএনপির সমাবেশকে সফল করার লক্ষ্যে তিনটার দিকে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে মহানগর যুবদলের মুল মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদল নেতা নবু হোসেন, জোনায়েদ মোল্লা, হাবিবুর রহমান মাসুদ, মো. হাকিম, মুক্তার হোসেন, সোহেল প্রধান, নিজাম উদ্দিন, মো. স্বপন, মোজাম্মেল, নাসির, মাহাবুব, রোমান, সজীব, রহমান,এম এইচ এলিন, শাহিন শিকদার, সুজন, মো. আরমান , রহমান, নিপু, মো. সোহেল, মো. সাগর, পারভেজ, মো. মামুন, শরীফ পাঠান, মো. মাসুম, পারভেজ, আজিজুল, হাকিম, মিলন, আলামিন, মজিবর, রাজিব, সুজন, আমজাদ, সাইদুল, জুয়েল, মো পারভেজ,মোহাম্মদ ফয়সাল, ইব্রাহীম, ইফাত,রিফাত, সিফাত সুহেল, মাহাবুল আলম, আঃ রহমান, সৈকত হাসান, আরমান, শফি, মো. রহিম, ,মো.রাসেল, মো. কামাল, নিজাম মিয়া, নাসির, আখতার, রানা, বাবু।রবিউল সিকদার, মো. বিল্লাল, রাসেল ভূঁইয়া, শাহ আলম ভান্ডারী, আরিফ, রাজু, রানা, সাগর, হৃদয়, রুবেল, রাকিব, তানভীর, মোহাম্মদ পনির, মামুন মিয়াসহ বন্দর থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।