নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

ফতুল্লায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বখাটে রাসেল কারাগারে 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৩, ২১ নভেম্বর ২০২৩

ফতুল্লায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বখাটে রাসেল কারাগারে 

ফতুল্লায় এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টা করার ঘটনায় ইমতিয়াজ আহাম্মেদ রাসেল নামের এক বখাটেকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মাহাবুব নূর রশীদ জানান, মামলার বাদী আলী আকব্বরের মেয়ে কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে ইমতিয়াজ আহাম্মেদ রাসেল তার মেয়েকে প্রেম নিবেদন করা সহ বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখিয়ে উত্যক্ত করে আসছিল। এসময় তার মেয়ে রাসেলের প্রেমের প্রস্তাব প্রত্যক্ষান করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ইং ২৪/০৮/২০২৩ তারিখ সকাল অনুমান সাড়ে ৯টায় তার মেয়ে কলেজে যাওয়ার পথে বাহির হয়ে ফতুল্লার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এর সামনে পৌছামাত্র আসামী রাসেল প্রেম নিবেদন করা সহ বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে উত্যক্ত করে। এক পর্যায়ে বখাটে রাসেল তার মেয়ের গায়ে থাকা ওড়না টান দিয়া নিয়া নেয় এবং শ্লীলতাহানী চেষ্টা করে। এঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ২ তারিখ ১/৯/২০২৩ ইং পরে রাসেল হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে আসে। তার জামিনের মেয়াদ শেষ হলে সে জামিন নিতে আসলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক নাজমুল হক শ্যামল তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

 

এদিকে বখাটে রাসেলের কারাগারে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন মানুষকে উল্লাস করতে দেখা গেছে এমনকি একের পর এক অপকর্মের বিষয়ে সাধারন মানুষ মুখ খুলতে শুরু করেছে। তক্কারমাঠ শিয়ারচর এলাকাসহ আশেপাশের এলাকায় বখাটে রাসেলসহ তার সহযোগীরা দাবড়িয়ে বেড়িয়েছে।

স্থানীয় সাধারন মানুষকে বিভিন্নভাবে হয়রানীসহ ব্ল্যাকমেইলিংয়ের একাধিক অভিযোগ রয়েছে বখাটে রাসেলের বিরুদ্ধে। বখাটে রাসেলের সর্ব্বোচ্য শাস্তি দাবি জানান তারা।

সম্পর্কিত বিষয়: