
ঢাকা যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে আসমা বেগম (৩৬) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।
এ ব্যাপারে নিখোঁজ গৃহবধূ স্বামী আমান উল্ল্যাহ বাদী হয়ে রোববার (২৬ নভেম্বর) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডি নং-১০০৩ তাং- ২৬-১১-২৩।
এর আগে গত শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮ টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর কলেজ গেইট এলাকা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে ওই গৃহবধূ নিখোঁজ হয়।
নিখোঁজ গৃহবধূ আসমা বেগম বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল কলেজ গেইট এলাকার খালেক মিয়ার মেয়ে ও আমান উল্ল্যাহ মিয়ার স্ত্রী। অনেক স্থানে খোজাখুজি করে ২ দিনেও গৃহবধূর কোন সন্ধান পায়নি তার স্বজনরা।
নিখোঁজ জিডি পেয়ে বন্দর থানা পুলিশ নিখোঁজ গৃহবধূ আসমা বেগমকে উদ্ধারের চেষ্টা অব্যহত রেখেছে পুলিশ।