
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত দুই মহিলাসহ ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে আব্দুল বাতেন (৩৩) বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল মজিদ (৫৫) তার স্ত্রী সালমা বেগম (৪৮) ছেলে গোলাম মোস্তফা (৩৪) বাচ্চু মিয়ার স্ত্রী রোমানা বেগম (৩৩) দেউলী চৌরাপাড়া এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩০) লাঙ্গলবন্ধনগর এলাকার মৃত খেজমত আলী ছেলে নুরুল হক (৫০) ও পূর্ব কেওঢালা এলাকার মৃত কাসেদ আলী চৌকিদারের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সামসুদ্দিন ওরফে সামছু (৫২)।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্ট আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জানাগেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন স্থানে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে একই পরিবারের ৪ জনসহ ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।