নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

মাদক ব্যবসায়ীদের সন্ধান দিতে  সিদ্ধিরগঞ্জ থানার ওসির আহবান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৮, ১ ডিসেম্বর ২০২৩

মাদক ব্যবসায়ীদের সন্ধান দিতে  সিদ্ধিরগঞ্জ থানার ওসির আহবান

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, আপনারা মাদক ব্যবসায়ীদের সংবাদ আমাদেরকে দেন। আপনাদের নাম গোপন থাকবে। এ এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না।

শুক্রবার (১ ডিসেম্বর) নাসিক ৭নং ওয়ার্ড দক্ষিন কদমতলী গোদনাইল নয়াপাড়া এলাকার এক মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লদের ওসি এ কথা বলেন।

 

তিনি বলেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইভটিজিং করে, মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে। এ মসজিদে নতুন ইমাম নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানার ওসি উপস্থিত ছিলেন। মসজিদ কমিটির সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান  এসময় উপস্থিত ছিলেন।

 

জানা যায়, ৬ মাস আগে ওই মসজিদের ইমামের নৈতিকতা নিয়ে বির্তক দেখা দেয়। মসজিদ কমিটির সদস্যদের মধ্যে পক্ষে বিপক্ষে দ্বন্দ্ব ও সমাজে বিশৃংখলার সৃষ্টি হয়। মসজিদ কমিটির অনুরোধে ওসি বির্তকিত ইমামকে বিদায় করে নতুন ইমাম নিয়োগের ব্যবস্থা গ্রহণ করেন। জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি মাধ্যমে ইমাম নিয়োগের আবেদন গ্রহণ করা হয়। দেশের বিজ্ঞ আলেমদের সমম্বয়ে গঠিত এক জুরি বোর্ড প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করেন। জুড়ি বোর্ডের সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে মাষ্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে নতুন ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।