নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ মে ২০২৪

রূপগঞ্জে মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৩৮, ১৬ মার্চ ২০২৪

রূপগঞ্জে মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাজারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (১৬ মার্চ) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঢাকাসহ আশপাশের অঞ্চল থেকে ভক্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসে মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সহকারি এট্যানি জেনারেল সৈয়দা জাহিদা সুলতানা, রাসা সেন্টারের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চিশতি, মাজার কমিটির সদস্য ডা. শরীফ সাকিসহ স্থানীয় ভক্তবৃন্দরা। 

এসময় বক্তারা বলেন, উপজেলার দাউদপুর ইউনিয়নে কালনি এলাকায় অবস্থিত শাহ সুফি রেজা সারোয়ার রাজাজীর রহঃ মাজারে গত ৭ মার্চ বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। পরদিন ৮ মার্চ রাতে মাজারে ভেতরে হামলা করে দূর্বৃত্তরা। এসময় মাজার ভাংচুর সহ অগ্নিসংযোগ করে। এসময় স্থানীয় ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  

এর আগে আরও দুইবার হামলা চালিয়ে দানবাক্স নিয়ে যায় হামলাকারীরা। মাজার ভাংচুরের ঘটনায় থানায় ইতিমধ্যে মামলা হয়েছে, মামলা এক আসামি গ্রেপ্তার হলেও অন্যরা পলাতক। তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায় মানববন্ধন অংশ নেয়া আন্দোলনকারীরা।