
উৎসব মুখর পরিবেশে বন্দরে ৫টি পশুর হাট ইজারা সম্পর্ন হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল ৪টায় উপজেলা মিলনায়তনে সকলের উপস্থিতে এ ইজারা সম্পর্ন হয়।
ওই সময় বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত সকলের সামনে টেন্ডারবাক্স খুলে ৫টি পশুর হাটের সর্বচ্চ দরদাতাদের নাম ঘোষনা করেন।
এরা হলেন, সাহাদুল্লাহ মুকুল সর্বচ্চ ১ লাখ ২৯ হাজার টাকা ফরাজিকান্দা অস্থায়ী পশুর হাটটি ইজারা পান। এ ছাড়াও দ্বীন ইসলাম সর্বচ্চ ৪৫ হাজার টাকা সাবদী অস্থায়ী পশুর হাট, মোসলেউদ্দিন সর্বচ্চ ৪০ হাজার টাকা লাঙ্গলবন্ধ অস্থায়ী পশুর হাট, মোদ্দাসের সর্বচ্চ ৪৭ হাজার টাকা নবীগঞ্জ টি হোসেন বালু মাঠ ও আলামিন সর্বচ্চ ৫৫ হাজার টাকায় মদনপুর মুনস্টোর অস্থায়ী পশুর হাটটি ইজারা পায়।
উল্লেখ্য বন্দর উপজেলার ৫টি অস্থায়ী পশুর হাটের ইজারা জন্য ১৬টি দরপত্র জমা হয়।