
বৈষম্য বিরোধী নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন এর নেতৃত্বে সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তি কর্মসূচী আয়োজিত হয়েছে।
বুধবার (২ জুলাই) জাতীয় যুবশক্তির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী আয়োজিত হয়েছে।
দিনের শুরুতে জুলাই আগষ্টের বিপ্লবে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচী শুরু হয়।এরপর শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ ও সোনারগাঁও এর নেতৃত্ব
বাদ মাগরিব উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম, মোখলেছুর রহমান স্বজন, সদস্য হোসাইন ভূইয়া, ইরফান সাদিক, ইমরান,মাছুম,তৌফিক, শুভ,ফাহিম রকিসহ প্রমূখ।