
ফতুল্লায় রপ্তানীমুখী পোষাক কারখানা আবির ফ্যাশনে অসন্তোষের ঘটনায় ১১০জন শ্রমিকের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
এরপর ১৩ চুক্তিতে মালিক ও শ্রমিকদের সমস্যা সমাধান করেছে জেলা প্রশাসন। এতে বুধবার সকাল থেকে মালিকপক্ষ লে-অফ ঘোষনা প্রত্যাহার করে কারখানা খুলে দিয়েছে।
জানাযায়, ২০৫ জন শ্রমিক নিয়ে যে অসন্তোষ দেখা দিয়েছিলো সেই শ্রমিকদের মধ্যে থেকে ২০ জনকে কর্ম থেকে বিরত রাখার বিষয়টি চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কারখানায় কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে ও শান্ত পরিবেশ বজায় রাখার বিষয়টিও চুক্তিতে উল্লেখ রয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শলিফুল ইসলাম জানান, কুতুবআইল এলাকায় অবস্থিত আবির ফ্যাশনে নানা দাবী দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
এতে মালিকপক্ষ ২০৫জন শ্রমিককে ছাটাই করার ঘোষনা দিলে শ্রমিকরা ফুসে উঠে আবির ফ্যাশনসহ আশপাশের আরো একাধীক কারখানায় ভাংচুর চালায়।
এঘটনায় কারখানার এ্যাডমিন ম্যানেজার নাজমুল হাসান বাদী হয়ে ১১০ জনের নাম উল্লেখ করে আরো শতাধীক অজ্ঞাত আসামী করে ভাংচুর ও চুরি অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।
বিষয়টি জেলা প্রশাসন সমাধান করে দিয়েছেন। এতে মালিক শ্রমিক উভয় পক্ষ সন্তুষ্ট।