
বন্দরে বাসা থেকে বের হয়ে তানহা আক্তার (২১) নামে এক যুবতী নিখোঁজ হয়েছে। নিখোঁজ তানহা আক্তার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাসুদ খানের মেয়ে।
এ ব্যাপারে নিখোঁজ যুবতীর মামা ইব্রাহিম খলিল বাদী হয়ে বুধবার (২ জুলাই) বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৬৮।
এর আগে গত মঙ্গলবার (১ জুলাই) সকাল ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দাস্থ এলাকা থেকে বের হয় ওই যুবতী নিখোঁজ হয়।
পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবতীকে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।