
বন্দরে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে নিজ হাতে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণ কালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজের পরিবেশে শ্বাস নিতে পারে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি। আর বৃক্ষ রোপন হলো ছদকায়ে জারিয়া। আমরা বনজ-ফলজ সব ধরনের গাছ রোপণ করে যাব।
বৃক্ষ রোপনকালে ওই সময় তার সাথে ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।
মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানের তত্তাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মুছাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, মহিলা মেম্বার খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার ও পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।