নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

বন্দরে মেহেদী হত্যা মামলার অসামি ইমন গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ২৬ আগস্ট ২০২৫

বন্দরে মেহেদী হত্যা মামলার অসামি ইমন গ্রেপ্তার  

বন্দরে  দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী  হত্যা মামলার অসামি ইমরান (২৫)কে গ্রেপ্তার  করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমরান  বন্দর থানার শাহীমসজিদস্থ বৌ বাজার এলাকার স্বপন মিয়ার ছেলে। পুলিশ গ্রেপ্তারকৃতকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার  (২৬ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত সোমবার  (২৫ আগস্ট ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর থানার শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করা হয়।  যার মামলা নং- ৪১(৬)২৫।

উল্লেখ্য, গত ২১ জুন শনিবার রাত ১১টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস(৭০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এই ঘটনার আড়াই ঘন্টার ব্যবধানে ওই  রাতে সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসী জাফর ও রনী গ্রুপ মেহেদীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

 এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয়েছে। 

সম্পর্কিত বিষয়: