নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৪ অক্টোবর ২০২৫

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ কারখানায় অভিযান 

ফতুল্লায় ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৪, ২৩ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী ১ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সে সাথে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি.এম রাহসিন কবির এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং র‌্যাব-১১ এর সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও মজুদকরণ রোধকল্পে পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও মজুদকরণ রোধকল্পে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, মোতাবেক ফতুল্লার কাশিপুরের এসএম প্যাকেজিং নামক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারী, মজুদকারী, প্রদর্শনকারী, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আভিযানিক কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়: