নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৪ অক্টোবর ২০২৫

বিএনপি সকলের জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবে : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৪, ২৩ অক্টোবর ২০২৫

বিএনপি সকলের জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবে : মামুন মাহমুদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ।

তিনি তাঁর নিজস্ব ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এটি চালু করেছেন। ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে আগত রোগিদের চিকিৎসা সেবা দিয়েছেন। এসময়ে বিনামূল্যে ঔষধ সরবরাহ , ডেঙ্গু, ডায়াবেটিস, রক্তের গ্রুপ, চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এটা রাস্ট্র নিশ্চিত করার কথা। কিন্তু গত পনের বছরে অব্যবস্থা সৃষ্টি করে এবং লুটপাট করে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে ।

আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফায় ঘোষণা করেছেন “সবার জন্য স্বাস্থ্য” এবং “সার্বজনীন চিকিৎসা”।

তিনি বৃটেনের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থার আদলে বাংলাদেশে সব মানুষের জন্য চিকিৎসা সেবা চালু করবেন। আপনারা যদি আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে আপনাদের সেবা করার দায়িত্ব দেন তাহলে বিএনপি এই ব্যবস্থা চালু করতে পারবে। 

আমি তারেক রহমানের নির্দেশে এই এলাকায় নিজের উদ্যোগে আজকে আপনাদের চিকিৎসার জন্য কিছুটা উদ্বেগ নিয়েছে। এটা আজকেই শেষ নয়। সোনারগাঁয়ের প্রতিটা ইউনিয়নে আমি এভাবে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের কাছে যাব।

আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আমরা মিলেমিশে এই সমাজটাকে গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: মো: মজিবুর রহমান, বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা : আমিনুল হক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মোঃ ফরহাদ হাসান চৌধুরী, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মুহাম্মদ ওমর ফারুক, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল।