নারায়ণগঞ্জে বায়ুদূষন রোধকল্পে ইটভাটার মালিক ও অংশীজনদের সাথে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইটভাটার মালিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ সভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব মো. রাসেল মাহামুদ ও পরির্দশ জনাব মো. হুজ্জাতুল ইসলাম।
ইটভাটার মালিকদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনাব মো. আবু সাঈদ, জনাব আব্দুল লতিফ, জনাব মো. হাবিবুর রহমান প্রমুখ।


































