নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫

বন্দরে ডাকাত সরদার মামুনসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৯, ২৮ অক্টোবর ২০২৫

বন্দরে ডাকাত সরদার মামুনসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

বন্দরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্তসহ বিভিন্ন ওয়ারেন্টে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর সোনাচড়া এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে বন্দর থানার রুজুকৃত একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  ডাকাত সরদার মামুন (৪৫) ও বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকার আব্দুর রহমান বেপারী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হানিয়াত (৩০)।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৮ অক্টোবর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার (২৭ অক্টোবর)  রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

থানা সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ি সহকারি উপ পরিদর্শক ইলিয়াছসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্র্ধষ   ডাকাত সরদার মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার  বিরুদ্ধে বন্দর থানাসহ জেলার বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি মামলা রয়েছে বলে আরো জানিয়েছে।

সম্পর্কিত বিষয়: