আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন নাসিক ১৩ ওয়ার্ডের অন্তর্ভুক্ত আমলাপাড়া, স্বর্ণপট্টি, মাসদাইর বাজার, তালা ফ্যাক্টরি এলাকায় গণসংযোগ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ সভাপতি সৃজয় সাহা, রনি শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রমুখ।
তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানামুখী নাগরিক সমস্যায় জর্জরিত হলেও সেগুলোর টেকসই সমাধান করা হয়নি। কারণ জনপ্রতিনিধিরা নাগরিক অধিকারকে উপেক্ষা করতেন ও দায়বদ্ধতা অনুভব করতেন না।
শুধুমাত্র ভোটের সময় ছাড়া মানুষের কাছে না যাওয়া এবং নির্বাচনের পর নাগরিক সমস্যাকে গুরুত্ব না দেওয়ার সংস্কৃতি বদলাতে হবে।
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমি শুধু জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন দায়িত্বশীল নাগরিক সেবক হিসেবে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও সুশাসনের প্রশ্নে নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এসময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে নাগরিক অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান।

































