নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড মিজমিজি আলামিন নগর এলাকায় ৭৫০ মিটার রাস্তা নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় এক বাসিন্দা জায়গা না দেওয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে।
রাস্তাটির উন্নয়ন কাজে স্থানীয় সকলে সহযোগিতা করলেও ওই বাসিন্দার অসহযোগিতায় থমকে আছে উন্নয়ন কাজ।
সরেজমিনে জানা যায়, নাসিক সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড মিজমিজি আলামিন নগর এলাকায় ৭৫০ মিটার রাস্তাটির নির্মান কাজ করার জন্য স্থানীয় আসে পাশের বাসিন্দারা জায়গা দিয়ে সহায়তা করেছেন। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের ভাতিজা কামরুলের কারণে রাস্তার নির্মাণ কাজটি বন্ধ হয়ে গিয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে রাস্তাটি পরিদর্শন করে এলাকাবাসীকে অতি দ্রুত এ রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন।
আলামিন নগর বাইতুল নাজা জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মহিউদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন অতি দ্রুত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য।
এ সময় আলামিন নগর বাইতুল নাজা জামে মসজিদের সহ কোষাধ্যক্ষ ইসহাক বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে সকল বাড়ির মালিক সাত তলা ভবনের সানসেট দেয়াল ভেঙ্গে দিয়েছে এই রাস্তার জন্য।
কিন্তু থানা আওয়ামীলীগের সভাপতির ভাতিজা কামরুল তার খালি জায়গার বাউন্ডারি ভেঙে দিতে অনীহা প্রকাশ করছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। যাতে করে এই রাস্তাটি চলা চলের ব্যবস্থা হয়।
এসময় আলামিন নগর বাইতুল নাজা জামে মসজিদের সভাপতি শাখাওয়াত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক আব্দুল সাত্তার, কোষাধক্ষ মহিউদ্দিন, সহ-কোষাধাক্ষ ইসহাক,প্রচার সম্পাদক মেহেদী হাসান, মোঃ আব্দুল জলিল, বিএনপি নেতা রোমান, হাবিবুর রহমান, হারুনুর রশিদ, মো: আলমগীর হোসেন, মফিজুল মহিসহ এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পঞ্চায়েত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

































