আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ (সোনারগা- সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজাহুরুল ইসলাম মান্নানের মানবতায় ভোটারদের মন জয় করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় নির্বাচনী প্রচারণায় এক উঠান বৈঠকে এক অসহায় নারী চিকিৎসা জন্য আর্থিক সহয়তা প্রদান করেন।
তার এই মহানুভবতায় ভোটার দের কাছে হৃদয় ছুঁয়ে যায়। এসময় ভোটারদের একে অপরে সাথে বলা কথোপকথনে উঠে আসে নির্বাচনের আগেই অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। নির্বাচনের পরও কি এর ধারাবাহিকতা থাকবে।
এর আগে তিনি উঠান বৈঠকের শুরুতে এলাকার ভোটারদের কাছে জানতে চান তার কাছে কোন দাবি আছে কি না। এসময় ভোটারা এলাকার বিভিন্ন বিষয় তার কাছে দাবি করেন। এবং তিনি ভোটার দের প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে। তাদের দাবি পরুণ করবেন।
এসময় অন্যান্য ভোটারদের মত অসহায় এক নারী তার চিকিৎসা জন্য আর্থিক সাহায্য চান আজাহুরুল ইসলাম মান্নান তার আর্থিক সংকটের কথা শুনে সেখানেই আর্থিক অনুদান প্রদান করেন। দলের অনেকে এবিষয়টি মানবতার উদাহরণ হিসাবে দেখছেন রাজনীতির বাইরে গিয়ে এই অনুদানকে স্বাভাবিক ভাবে দেখছেন।
অনেকেই এই মানবতাকে উদারতা হিসেবে দেখলেও নির্বাচনের সময় এইভাবে প্রকাশ্যে প্রদান না করে গোপনে করলে বিষয়টি কোনো প্রশ্নবিদ্ধ হতো না।তার এই মানবতাকে অনেকে লোক দেখানো ভোটারদের মন জয় করার কথা ভাবছেন।

































