নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫

ব্রাহ্মন্দী ইউনিয়নে পারভীন আক্তারের গণসংযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৬, ২৮ অক্টোবর ২০২৫

ব্রাহ্মন্দী ইউনিয়নে পারভীন আক্তারের গণসংযোগ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার দিনব্যাপী গণসংযোগ করেছেন।

মঙ্গলবার দুপুরে তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের ফকিরবাড়ি, উজান গোপিন্দী মোড়, দিগলদী বাজার, বৈলারকান্দি বাজার ও সুইচগেট এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগ চলাকালে তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিএনপির পক্ষে সমর্থন চান। বিকেলে গণসংযোগটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শহীদুল্লাহ চেয়ারম্যান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, উপজেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরীন সুলতানা মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক পেয়ারা বেগম মেম্বার, পৌর মহিলা দলের সাবেক সভানেত্রী মাসুদা বেগম, হাইজাদী ইউনিয়ন মহিলা দলের সভাপতি ফারজানা, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক আশিকুল ইসলাম আশিক ও পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি তাহের আলীসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগ শেষে পারভীন আক্তার বলেন, “আওয়ামী সরকারের অব্যবস্থাপনা ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সম্পর্কিত বিষয়: