মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখীতে পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ঈমান আলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক খাদেমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এই সফল আয়োজন সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের জোনাল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান অনুষ্ঠানটি সার্থকভাবে উপস্থাপনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল গ্রুপের ডিপুটি ডিরেক্টর (সেলস) মোঃ নুরুল আমিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল হাসান, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, পাঁচরুখী বাজার কমিটির সভাপতি হাজী জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলু মিয়া, ইতালী প্রবাসী জনাব মোঃ মাসুদ জুয়েল, ব্যবসায়ী মোঃ রিপন মোল্লা, আজান ট্রেডিং ইন্টারন্যাশনাল ম্যানেজার ও এডমিন রফিকুল ইসলাম ভূইয়া, ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান, মার্সেলের জোনাল ম্যানেজার (সেলস) মোঃ রাশেদুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম এবং পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের পরিচালক মোসাঃ সালমা আক্তার।
আলোচনা সভার আগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। এই খেলায় প্রতিষ্ঠানের কালিবাড়ী এরিয়া ১ একাদশ বনাম কাঞ্চন এরিয়া ২ একাদশ অংশ নেয়। টানটান উত্তেজনার এই খেলায় কাঞ্চন এরিয়া ২ একাদশ ৩-০ গোলের বিশাল ব্যবধানে কালিবাড়ী এরিয়া ১ একাদশকে পরাজিত করে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মোঃ বেলাল হোসেন 'ম্যান অফ দ্যা ম্যাচ' নির্বাচিত হন।
অনুষ্ঠানে আগত সকল অতিথি খেলাটি উপভোগ করেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
আলোচনা শেষে পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। আয়োজন সফল করায় অতিথিরা পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


































