নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, প্রাণনাশের হুমকি

মোঃ বিল্লাল হোসেন মোল্লা

রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভায় রুপসি স্ট্যান্ডের পাশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলমসহ একাধিক সাংবাদিক।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন তিতাস গ্যাস অফিসের পাশের সরকারি রাস্তা বেআইনিভাবে কেটে ব্যক্তিগত জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করেন মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৫)। এ কাজে তাকে সহযোগিতা করেন মোঃ আরিফ (৫০) ও নাড়ৎ (৪০)।

বিষয়টি জানতে পেরে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ নূর আলমসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য গেলে অভিযুক্ত বিল্লালের কুপরামর্শ ও সহযোগিতায় আরিফ ও নাড়ৎ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ সময় তাদের হাতে ধারালো রামদা, চাপাতি, ছুরি ও লাঠি-সোটা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা সাংবাদিকদের উদ্দেশ্যে ‘খুন করে ফেলা হবে’ বলে হুমকি দিয়ে তেড়ে আসে। ঘটনাস্থলের চিৎকার ও শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে এসে সাংবাদিকদের উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রতিবাদ বা সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে এবং সুযোগ পেলে প্রাণে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। এতে সাংবাদিকদের জানমালের মারাত্মক ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল বলেন, সাংবাদিককে হত্যার হুমকির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত বিষয়: