ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক। সদর ব্র্যাক অফিসার- মাহমুদুল হাসান’র সঞ্চালনায় সভায় স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশে জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, পানিবাহিত রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যাসহ জনস্বাস্থ্য ঝুঁকি ক্রমশ বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারনে বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই প্রেক্ষাপটে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি নতুন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প যা গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং সিডিসি-এর নেতৃত্বে এনএমপি/ডিজিএইচএস এর অধীনে পরিচালিত হচ্ছে। দেশের স্বাস্থ্যখাতে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, রোগ নজরদারি, প্রারম্ভিক সতর্কীকরণ ব্যবস্থা এবং কমিউনিটি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


































