সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দক্ষিনপাড়া এলাকায় রাতের আঁধারে পুকুরে দুর্র্ধষ মাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আসলাম হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আসলাম হোসেন উল্লেখ করেন, জালকুড়ি দক্ষিনপাড়া মন্দিররোড এলাকায় তাদের যৌথভাবে লিজ নেওয়া মাছের খামার আছে। যেখানে বিভিন্ন প্রজাতীর মাছের চাঁষ করা হয়।
উক্ত খামারে প্রায় ১২ লক্ষ টাকার মাছ ছাড়া আছে বলে উল্লেখ করেন তিনি। গত ১৫ ডিসেম্বর গভীর রাতে অজ্ঞাত চোরেরা তার চাষকৃত খামার থেকে আনুমানিক ৩-৪ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে। তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক শাহ আলম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


































