আড়াইহাজারে শহীদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় একটি নির্জন স্থানে ক্ষতবিক্ষত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত শহীদুল ইসলাম সিলেট জেলার হাউজিং স্টেট এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে বলে।
ঘটনাস্থল থেকে আড়াইহাজার থানার পুলিশ ও নারায়ণ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ঘটনার পর আশপাশের শত শত নারী-পুরুণষ ঘটনাস্থলে ভিড় করতে দেখা গেছে। এঘটনায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (গ-সার্কেল) মেহেদী ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন।
স্থানীয়দের অভিযোগ- ঘটনাস্থলের আশপাশের এলাকায় প্রায় সময় রাতের আধারে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা রাতে তাদের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পরে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
স্থানীয় বাসিন্দা ইউছুফ নামে এক ব্যক্তি বলেন, এমন নৃসংশ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। এমন ঘটনা এরআগে কখনো এই এলাকায় ঘটেনি। তবে এঘটনার কারণ দ্রুত উদঘাটনের দাবি জানান তিনি।
সিনিয়র এএসপি মেহেদী ইসলাম বলেন, হত্যাকান্ডের শিকার ব্যক্তির বয়স ৩৫ বছর। তার মস্তক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পেটের একাংশও কাটা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা খুব দ্রুত সময়ের মধ্যেই উদঘাটন করা সম্ভব হবে।


































