নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় আওয়ামী লীগের সক্রিয়কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:১৮, ১৮ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় আওয়ামী লীগের সক্রিয়কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় আওয়ামীলীগের সক্রিয়কর্মী গ্রেপ্তার মোক্তার হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সদর মডেল থানায় ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন ওই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানাগেছে, মোক্তার হোসেন বিগত সময়ে আওয়ামীলীগের দোসর নরঘাতক নুর হোসেনের ভাই সাবেক কাউন্সিলর ও ছাত্র হত্যা মামলার একাধিক আসামী মিয়া মোঃ নুরুদ্দিন এর সহযোগী ছিলেন।

ফ্যাসিস্ট শাসনামলে সে আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে আটি হাউজিং এলাকায়  মাদক, ভুমিদস্যূ, চাদাঁবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। ৫ আগস্ট পরে আওয়ামী লীগ সরকারের পতন হলেও এলাকায় তার ত্রাস রাজত্ব চলমান ছিলো। 

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) ওয়াসিম আকরাম গ্রেপ্তারের সত্যতা সংবাদ নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনার সময় মোক্তার হোসেনকে আটক করা করা হয়। সে নিষিদ্ধ আওয়ামীলীগের একজন সক্রিয়কর্মী।  

তার বিরুদ্ধে সদর থানায় ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে।