বিনম্র শ্রদ্ধা মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
বিজয় দিবসের প্রথম প্রহর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে বন্দর সমরক্ষেত্র ৩১ বার তোপধ্বনী মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে বন্দরে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তেলন করা হয়।
পরে সকাল ৮টায় বন্দর উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার ও উপজেলা পরিষদের সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতি ও বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সমরক্ষেত্র বীর শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করে।
পরে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর প্রেসক্লাব, বন্দর উপজেলা আনসার ভিডিপি, বন্দর ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পন করে।
সকাল সাড়ে ৮টায় সমরক্ষেত্র মাঠে মনঙ্গ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ডিসপ্লে ও কুচকাওয়াজ অংশ গ্রহন করেন স্কাউটসহ বন্দরে বিভিন্ন স্কুল এন্ড কলেজর শিক্ষার্থীবৃন্দ। বাদ আছর বীর শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া প্রাথর্না করা হয়।


































