নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫

বন্দরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করলো জাপা দোসররা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৪, ২৮ অক্টোবর ২০২৫

বন্দরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করলো জাপা দোসররা

বন্দরে বিএনপি নেতা তাওলাদ মাহমুদ(৬০)কে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে জাতীয় পার্টির নেতা মনোয়ার ও তার বাহিনী।  মঙ্গলবার (২৮ অক্টোবর)  দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাজারে  এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।  

জাতীয় পার্টির নেতা মনোয়ার ও লাভলীর অপপ্রচারের বিরুদ্ধে  প্রতিবাদ সভা করেন তাওলাদ মাহমুদ।  সভা শেষে  লাঙ্গলবন্দ বাজারে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে  তাওলাদ মাহমুদের অভিযোগ।  তাওলাদ মাহমুদ বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে তিনি দাবি করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  লাঙ্গলবন্দ বাজার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বিএনপি নেতা তাওলাদ মাহমুদ।  এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন,  মনোয়ার হোসেনের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র দিয়ে তাওলাদ মাহমুদকে  কুপিয়ে রক্তাক্ত জখম  করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এঘটনায়   ইকবাল হোসেন (৪৫), মনোয়ার মেম্বার (৩৮), লাভলী মেম্বার (৩৫), আমান উল্লাহ (৪৫),  বাহা উদ্দিন (৪৩), লাকি (৩২) নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, বিএনপি নেতা তাওলাদ মাহমুদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।