নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০১ ডিসেম্বর ২০২৫

সাইবার হুমকির সময়ে মানুষের পাশে সোনারগাঁয়ের রাফান শুভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৩, ১ ডিসেম্বর ২০২৫

সাইবার হুমকির সময়ে মানুষের পাশে সোনারগাঁয়ের রাফান শুভ

দ্রুতগতির প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সাইবার ঝুঁকি। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, ফিশিং এসব এখন সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তি। ঠিক এমন সময় প্রযুক্তিকে হাতিয়ার করে মানুষের পাশে দাঁড়িয়ে সোনারগাঁয়ে আলোচনায় এসেছেন তরুণ সাইবার বিশেষজ্ঞ রাফান শুভ।

সোনারগাঁয়ের বুরুমদী উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করা রাফান শুভ এখন পেশাদার সাইবার নিরাপত্তা সেবার সঙ্গে যুক্ত। তিনি দেশের পরিচিত সাইবার সিকিউরিটি গ্রুপ সাইবার ৭১ এর একজন এক্সপার্ট। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং, ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন প্রতারণা, বিকাশ–নগদ লেনদেনে ফিশিং এসব থেকে মানুষকে সুরক্ষা দিয়ে আসছেন তিনি।

ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে তার কাজের চাপও। সাইবার সমস্যায় পড়া ব্যক্তিরা তার কাছে দ্রুত সমাধান পেয়ে উপকৃত হচ্ছেন। সোনারগাঁ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার মানুষ তার সেবা নিচ্ছেন।

রাফান শুভ বলেন,শখ আর কৌতূহল থেকেই প্রযুক্তির পথে হাঁটা শুরু। পরে বুঝেছি এই দক্ষতা মানুষের উপকারে আসতে পারে। তখনই সিদ্ধান্ত নিই সাইবার নিরাপত্তা নিয়ে সিরিয়াসভাবে কাজ করব। এখন এটা শুধু পেশা নয়, মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও।

তিনি আরও বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ার মৌলিক নিরাপত্তা জানেন না, অনেকে প্রতারণামূলক লিংক বোঝেন না। ফলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং বা আর্থিক লেনদেনে প্রতারণার শিকার হন।

এসব সমস্যা সমাধান করতে পারাই তাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। “তরুণরা যদি শেখার আগ্রহ দেখায়, আমি তাদের পাশে থাকতে চাই। সাইবার বিষয়ে শিখতে চাইলে আমার দরজা সবসময় খোলা।

পরিবারের সদস্যরা জানান, ঘরে বসে তার দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি নিজেকে স্বাবলম্বী করেছেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা খাতে তার কাজ অন্য তরুণদেরও উৎসাহিত করছে।

প্রযুক্তিনির্ভর সময়ে নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে রাফান শুভ এখন সোনারগাঁয়ের তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণা।

সম্পর্কিত বিষয়: