খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মহানগর কৃষকদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০শে নভেম্বর ২০২৫) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মহানগর কৃষকদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন,নুরুল হক চৌধুরী দিপু,রানা মুজিব, নাজমুল হক,নাজমুল কবীর নাহিদ,শওকত খন্দকার প্রমুখ।
মাসুকুল ইসলাম রাজিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশার প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য লাভ নিশ্চিত করতে মহান আল্লাহ কাছে আমরা প্রত্যেকে বিশেষ দোয়া প্রার্থনা করার আহ্বান জানাই। রশু ছাত্রদলের সময় থেকেই সাহসী নেতা ছিলেন।
তিনি রাজপথে সব সময় দলীয় সকল কর্মসূচীতে ছিলেন অগ্রগামী। হামলা মামলা নির্যাতন ও কারাবরণ করে তিনি দলের জন্য ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি ও জিয়া পরিবারের অনুগত্য করেছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
ফতেহ মোঃ রেজা রিপন বলেন, পৃথিবীতে বর্তমানে গনতন্ত্রের রক্ষার জন্য মৃতদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দুর্দশা সহ্য করেছেন নেসল মেন্ডেলা ও জীবিতদের মধ্যে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। যিনি গনতন্ত্রের বিষয়ে কখন আপোষ করেন নাই।
আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সন্নিকটে তার জন্য সকলের কাছে বলবো তার জন্য দোয়া করবেন তিনি যেন মৃত্যুর আগে ফ্যাস্টিট হাসিনার ফাসির রায় কার্যকর দেখে যেতে পারেন। রশুর রাজনৈতিক জীবন আমার হাত ধরেই শুরু। রশু ছিলো একজন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা তাঁর মৃত্যুর ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। এমন নেতা হারিয়ে আমরা সত্যি একজন বীর জাতীয়তাবাদী সৈনিককে হারিয়েছি।
সভাপতির বক্তব্যে খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষকদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক থাকা অবস্থায় রশিদুর রহমান রুশো মৃত্যুবরণ করেন আজকে তার ২য় মৃত্যুবার্ষিকী।
জাতীয়তাবাদী দলের প্রতি তাঁর কর্মনিষ্ঠা এবং মানবিক গুণাবলি দলের জন্য যুগান্তকারী প্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ।
দল মত নির্বিশেষে তার জন্য সকলে ব্যক্তিগত ইবাদতের সময় দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে পারেন।


































