বন্দরে চোর সন্দেহে ২ যুবককে আটক করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার রামনগর এলাকার মৃত আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে রাকিব (৩০) ও বন্দর এলকোর মৃত রহিম মিয়ার ছেলে বাধন (২৫)।
ধৃতদের বুধবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বন্দর থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
এলাকাবাসী জানিয়েছে, আটককৃতরা দীর্ঘ দিন ধরে থানার বিভিন্ন এলাকায় অটোরিক্সা ও ইজিবাইক চুরি করে আসছিল।


































