
ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও ও অশ্লীল ছবি সরবরাহের দায়ে সিদ্ধিরগঞ্জ থেকে একজনকে আটক করেছে র্যাব-১১। এসময় ১টি মনিটর, সিপিইউ, পেনড্রাইভ এবং মেমোরী কার্ড জব্দ করা হয়। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সানারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আবুল কালাম আজাদ (৩৫) বরগুনার তালতলীর গাববাড়ীয়া এলাকার রুহুল আমিন তালুকদারের ছেলে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত কবা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত মো. আবুল কালাম আজাদ সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট (কমফোর্ট ডেন্টাল সংলগ্ন) এর সাদিয়া টেলিকম নামক কম্পিউটারের দোকান পরিচালনার আড়ালে কম্পিউটার, পেনড্রাইভ ও মেমোরী কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল।
তিনি আরও জানান, অসাধু ব্যবসায়ীরা টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল।