
হাজীগঞ্জ সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক অচলাবস্থা নিরসনে হাজিগঞ্জ এম সার্কেসে অবস্থিত সংগঠনের কার্যালয়ে সদস্যদের সাথে সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে বিকেল চার ঘটিকায় সমাজসেবা উপ-পরিচালক সরদার আসাদুজ্জামান শহর সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা হামিদুল্লাহ্ মিয়া হাজিগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
উপস্থিত সদস্যরা দীর্ঘ সময় সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার আহ্বান জানান। সাবেক কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান দীর্ঘ সময় সংগঠনের কমিটি না থাকার কারণে সামাজিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে তিনি দ্রুত নির্বাচনের তাগিদ দেন।
দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান আরিফ বলেন আমি দপ্তর সম্পাদক হলেও সংগঠনের দপ্তরের কোন ধরনের দায়িত্ব কখনো বুঝে পাইনি। কার্যকরী সদস্য মোঃ হালিম বেপারী এলাকার যুব সমাজকে কল্যাণমুখী কর্মকান্ডে জড়িত করার প্রয়োজনে সংগঠনকে ঢেলে সাজানোর অনুরোধ জানান।
তিনি বলেন বিগত দিনগুলোতে পদ-পদবি কুক্ষিগত করার মাধ্যমে সংগঠনটিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে ফলশ্রুতিতে এলাকায় মতবিরোধ দেখা দিয়েছে। তিনি অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহবান জানান।
অবশেষে দীর্ঘ সময় মত-বিনিময়ের পর সমাজসেবা উপ-পরিচালক সরদার আসাদুজ্জামান বলেন সংগঠনের কার্যক্রম গতিশীল করার প্রয়োজনে খুব দ্রুত নির্বাচনের আয়োজন করা হবে এবং বিগত কমিটির দপ্তর সম্পাদককে শহর সমাজসেবা কর্মকর্তা কর্তৃক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে নির্বাচনের পথ সুগম করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এমনি ঘোষণার পর হাজিগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদের মাঝে নতুনভাবে উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। সদস্যদের মাঝ থেকে এমনি উদ্যোগ গ্রহণের জন্য সমাজসেবা উপ-পরিচালক সরদার আসাদুজ্জামান শহর সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং রেজিস্ট্রেশন কর্মকর্তা হামিদুল্লাহ্ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।