নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ মে ২০২৫

রূপগঞ্জে বায়ুদূষণকারী নির্মাণাধীন প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৩, ১৪ মে ২০২৫

রূপগঞ্জে বায়ুদূষণকারী নির্মাণাধীন প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে বায়ুদূষণকারী একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। বুধবার (১৪ মে) উপজেলার কাঞ্চন পূর্বাচল এলাকায় এস.আর.বি.জি কনস্ট্রাকশন নামের বায়ুদূষণকারী নির্মাণাধীন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

 পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে রূপগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে, এস.আর.বি.জি কনস্ট্রাকশন নামের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লঙ্ঘন করতে দেখা যায়। এর প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২লাখ টাকা জরিমানা করা হয়।  
 

সম্পর্কিত বিষয়: