নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪

৯ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের কর্ম বিরতী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৩:১১, ৭ জানুয়ারি ২০২২

৯ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের কর্ম বিরতী

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন কর্তৃক সরকারের নিকট পেশকৃত ৯দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপোর সামনে সকাল ৮টা থেকে দুপুর ১০টা পর্যন্ত  সড়ক বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করেন।এতে ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ ২ ঘণ্টা বন্ধ থাকে।ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের পদ্মা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী মো: শাহজাহান ভূঁইয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, 

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি আশরাফ উদ্দিন, গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোদনাইল পদ্মা ডিপো শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন,পদ্মা ডিপো শ্রমিকনেতা সাইফুদ্দিন সহ শ্রমিক ইউনিয়ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময়

বক্তারা গত ২৭ ডিসেম্বর দেশের ট্যাংকলরি শ্রমিকদের নানা সমস্যা নিয়ে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন ৯দফা দাবি সরকারের কাছে পেশ করেছে তা মেনে নেয়ার দাবি জানান।ট্যাঙ্কলরি শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র ও বেতন ভাতা, ট্যাঙ্কলরি শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন, ৫লক্ষ টাকা দুর্ঘটনা বীমা পূর্বের সিদ্ধান্ত বাস্তবায়ন,ট্যাঙ্কলরি শ্রমিকদের সহজশর্তে ভাড়ী ড্রাইভিং লাইসেন্স প্রদান,সারাদেশের তেলের ডিপো সাথে শ্রমিক বিশ্রামাগার, শৌচাগার ও ট্যাংকলরি  টার্মিনাল নির্মাণের দাবি বাস্তবায়ন,রাস্তায় যত্রতত্র ট্যাংকলরি  থামিয়ে পুলিশি হয়রানি বন্ধ, ট্যাংকলরি  শ্রমিকদের জন্য শ্রমিক ফান্ড কার্যকর করা,ট্যাঙ্কলরি শিল্পে অন্য শিল্পের শ্রমিকদের অনুপ্রবেশ বন্ধ করা সহ  ৯দফা দাবি বাস্তবায়নের কথা উল্লেখ করেন ওই সভায়। দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা সরকারকে ১৫ দিন পর্যন্ত  পর্যন্ত আল্টিমেটাম দিয়ে পরবর্তীতে পেট্টোল পাম্প ও ট্যাংকলরী বন্ধসহ কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন।

সম্পর্কিত বিষয়: