নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৪ ডিসেম্বর ২০২৩

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কায়সার হাসনাত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২১, ১৯ নভেম্বর ২০২৩

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কায়সার হাসনাত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত। 

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম কিনে নৌকায় ভোট চেয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের ভোটারসহ দেশের মানুষের কাছে দোয়া চয়েছেন কায়সার হাসনাত। এবং আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় সোনারগাও থেকে আগত নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনি: সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান, জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যান,যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলি হায়দার,ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।