নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

বন্দরের মাদক মামলায় দুই আসামীর কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:২৪, ১৯ মে ২০২২

বন্দরের মাদক মামলায় দুই আসামীর কারাদন্ড

নারায়ণগঞ্জের বন্দর থানার একটি মাদক মামলায় দুই আসামীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের কেতোয়ালি থানার পোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা নাজিম আলী হাওলাদালের ছেলে মো. নুরু  ও কেতোয়ালি থানার কাটপট্টি এলাকার বাসিন্দা আফতাব হোসেনের ছেলে টিপু সুলতান তপু।

 

এরমধ্যে মো. নুরুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি টিপু সুলতান তপুকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (১৮ মে) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

 

রায় ঘোষণার সময়ে আসামি টিপু সুলতান তপু আদালতে উপস্থিত থাকলেও মো. নুরু অনুপস্থিত ছিলেন।

 

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমীন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত বলেন, ২০১৮ সালের ২১ আগস্ট নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকার বাগদাদ হোটেলের সামনে থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের গ্রেফতার করে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সম্পর্কিত বিষয়: