নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনসহ সাড়ে ৪০০ নেতাকর্মীর আগাম জামিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:২১, ৩১ মার্চ ২০২৪

জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনসহ সাড়ে ৪০০ নেতাকর্মীর আগাম জামিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ দলটির সাড়ে ৪শ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে পৃথক কয়েকটি আবেদনের শুনানি করে রোববার (৩১ মার্চ) বিচারপতি ইকবাল কবিবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন৷ 

মাহবুবুর রহমান বলেন, আজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আগাম জামিন নিয়েছেন।

তিনি বলেন, এসব আসামির বিরুদ্ধে গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় গাড়ি পোড়ানোর মামলা করা হয়।