নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

রূপগঞ্জে পর্নোগ্রাফি মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২৪, ২৮ মার্চ ২০২৪

রূপগঞ্জে পর্নোগ্রাফি মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

রূপগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় সজিব মিয়া (২৪) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া (২৪) রূপগঞ্জ উপজেলার চারিতালুক গ্রামের ইমরান হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভিকটিমের বাড়িতে বাথরুমে গোপনে ডিভাইস লাগিয়ে ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় অভিযুক্ত হয় সজীব।

এ ঘটনায় মামলা করার পর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেছেন।