এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান?
চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন। হ্যা ভোট দিবেন।
শুক্রবার বিকেলে ফতুল্লার ভুইগড় এলাকায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে নাগরিক পার্টির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের পক্ষে গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।
গণসংযোগ শেষে একই এলাকায় জুলাই আন্দোলনে নিহত আদিলের বাবা মায়ের সাথে সাক্ষাত করেন।
এসময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও ছাত্র জনতা সহ দলীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেয়।


































