নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে উৎপাদনের তারিখ ছাড়াই খাদ্য বিক্রি, বেকারিকে ১লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪২, ১৪ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে উৎপাদনের তারিখ ছাড়াই খাদ্য বিক্রি, বেকারিকে ১লাখ টাকা জরিমানা

অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সোনারগাঁয়ে একটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ‘গোল্ডেন প্লাস’ নামের একটি বেকারিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির মালিককে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেন। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপপরিদর্শক আউয়ালের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন,পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করা স্পষ্টতই আইন লঙ্ঘন। জনস্বার্থ রক্ষায় এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজন হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়: