নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জাসাস নেতৃবৃন্দের সাথে সানির জরুরি সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৭, ১৪ জানুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জাসাস নেতৃবৃন্দের সাথে সানির জরুরি সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জেলা ভিত্তিক গনসংযোগের জন্য "কেন্দ্রের সাথে সমন্বয়ক” কমিটি গঠন করা হয়েছে।

নারায়নগঞ্জ জেলা ও মহানগর আওতাধীন পাঁচটি আসনের জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছেন জাসাসকেন্দ্রীয় কমিটিরযুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

এর পরিপ্রেক্ষিতে জাসাসের সকল মহানগর ও জেলায় সংসদীয় আসন ভিত্তিক জাসাসের গনসংযোগ কমিটি গঠনকল্পে বুধবার (১৪ জানুয়ারি)সন্ধ্যা ৭ টায় উকিলপাড়াস্থ জাসাস আফিসে আনিসুল ইসলাম সানির সভাপতিতে নারায়নগঞ্জ জেলা ও মহানগর আওতাধীন সকল ইউনিট নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতিডা. এম.এ লতিফ তুষার, সহ-সভাপতিমোঃ মনসুরুল হক মনি, হাজী শহিদুল ইসলাম রিপন দপ্তরী,মহানগর জাসাসের সহ-সভাপতিমিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব,জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর হোসেন রানা,মহানগর জাসাসেরসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন,জেলা জাসাসেরসহ-সাংগঠনিক আব্বাস উদ্দিন আশিক,দপ্তর সম্পাদক এম.এ হালিম মুছা,রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি এ.কে.এম.আনোয়ার হোসেন সুমন,সদর থানা (জেলা) জাসাসেরসিনিয়র সহ-সভাপতি রহমতুল্লাহ ফকির, সদর থানা জাসাসের (মহানগর)সাধারণ সম্পাদকএড.এস.এম. গালিব,বন্দর থানা জাসাসের(মহানগর) সভাপতি মোঃ আব্দুর রউফ,সাধারণ সম্পাদকএড. মোহাম্মদ মমিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান খুকুমনি,বন্দর থানা জাসাসের (জেলা) সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বপন, তারাব পৌর জাসাসের সভাপতি সভাপতি মোহাম্মদ রনি মিয়া, ১৪নং ওয়ার্ড জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতিহারুন অর রশিদ খান মুকুল, মহানগর মহিলাদলের সাংগঠনিক সম্পাদকডলি আহমেদ,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটিরি সদস্য ও মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকমোঃ সাজ্জাত হোসেন, শ্রমিকদল নেতামোঃ জাহাঙ্গীর মজুমদার, শুক্কুর মজুমদার, এ.আর.আবুল কালাম আজাদ, জাসাস নেতা মিজান, ভুট্টু, মোঃ মফিজ, মহিলাদল নেত্রী জোবায়দা নাসরীন রাণী প্রমুখ।