নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬

এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, ২ অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২১, ১৫ জানুয়ারি ২০২৬

এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, ২ অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মনোনীত এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের উপর হামলা চেষ্টার ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে  র‌্যাব ও পুলিশ। আটককৃতরা হলো মারুফ হাসান (২২) ও আলামিন ওরফে আকাবাকা আলামিন (২৪)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১  এর উপ-পরিচালক এসপি আব্দুর রশিদ জানান বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ফতুল্লার কাশিপুর এলাকা থেকে মারুফ হাসানকে আটক করা হয়। আটককৃত মারুফ হাসান ফতুল্লার চর কাশিপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

এদিকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে আল আমীন ওরফে আকাবাকা আলামিন (২৪)কে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। সে গাইবান্ধা সদরের সিদ্দিকের ছেলে। সে কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকায় ভাড়াবাসায় থাকে। ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে সে এই ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত তদন্তের পর জানানো যাবে, যোগ করেন তিনি।

ওদিকে র‌্যাব আটককৃত মারুফ হাসানকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

অন্যদিকে হামলা চেষ্টার ঘটনায় মারুফ নামে একজন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় হত্যাচেষ্টার ঘটনায় আলামিন ওরফে আকাবাকা আলামিন (২৪) ও মারুফ হাসান (২২) এর নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। পুলিশ আটককৃত মারুফ হাসান ও আল আমিনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

এরআগে বুধবার  সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশমুলি এলাকায় গণভোটের গণসংযোগকালে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা করা হয়।

এই সময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির প্রার্থী। আহতরা হলেন: এনসিপির ছাত্র-উইং ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) ও ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের। তবে, তাদের আঘাত সামান্য বলে জানান আল আমিন।

আল-আমিন মোবাইল ফোনে বলেন, তিনি গণভোট নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে হেঁটে হেঁটে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। এক পর্যায়ে এক তরুণ তাদের অনুসরণ করছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে পোশাকের ভেতর একটি চাপাতি পাওয়া যায়।

“ওই ছেলের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে বলেন, ‘এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে’। এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহূর্তের মধ্যে ওই ছেলের সঙ্গে বেশকিছু লোকজন জড়ো হয়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন”, যোগ করেন এনসিপি প্রার্থী।
 

সম্পর্কিত বিষয়: