নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৭, ১৫ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

আড়াইহাজার উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ফাতেমা নামে পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা (৫) তিনগাঁও গ্রামের হাসেমের মেয়ে। সে স্থানীয় ‘এবার গ্রিন কিন্ডারগার্ডেন’-এর ছাত্রী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল ফাতেমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীবাড়ি এলাকার সড়কের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিল মা-মেয়ে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক এসে হঠাৎ ফাতেমাকে ধাক্কা দিলে প্রচণ্ড আঘাতে শিশুটি ছিটকে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দীর্ঘদিনের সমস্যা। স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।