নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬

কলাগাছিয়া ইউনিয়নে ধানের শীষের বিকল্প নেই : হাজী নূর উদ্দিন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৬, ১৫ জানুয়ারি ২০২৬

কলাগাছিয়া ইউনিয়নে ধানের শীষের বিকল্প নেই : হাজী নূর উদ্দিন  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অ্যাড: আবুল কালামকে  বিজয় করার লক্ষে কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি উদ্যাগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দাস্থ হাজী আলতাফ মাহামুদ কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি  বক্তব্য  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাজী নূর উদ্দিন বলেন, বরাবরই কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ঘাঁটি। নির্বাচনের আর মাত্র ২৬ দিন বাকি। এখন ঘরে  বসে থাকলে চলবে না। আমাদেরকে  ভোটারদের কাছে ভোট চাইতে হবে।  কলাগাছিয়া ইউনিয়নে ধানের শীষের কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন,জামায়াতসহ ১১দল কচ্ছপ গতিতে চলছে। আর সতন্ত্রপ্রার্থী মাকসুদ নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় টাকা ইনভেস্ট করে ভোট হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখন থেকে চোখ কান খোলা রাখতে হবে। শহীদ জিয়ার আর্দশ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের মনোনিত প্রার্থী আবুল কালামকে নির্বাচনে বিজয়ী করতে হবে।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা শহিদুল্লাহ রিপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি দুলাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন প্রবীন বিএনপি নেতা আশ্রাফ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি  সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বন্দর থানা জাসাস সভাপতি এডঃ মতিউর রহমান মতিন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা  এমদাদ হোসেন, হুমায়ন কবির ও কলাগাছিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাইদুল ইসলাম ও কলাগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম দিমান প্রমুখ।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপি নেতা আব্দুল সাত্তার, কলাগাছিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেন, শাহজাহান ওমর, নুরে আলম, সামছুজোহা (স্বপন), মুছা, আলামিন, বাবুল, মোক্তার, ইব্রাহিম সাউদ, আফসার উদ্দিনসহ কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
 

সম্পর্কিত বিষয়: