
নারায়নগঞ্জ আদালত পাড়া থেকে মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় গোলাম রাব্বি(২২) নামক এক মোবাইল চোর কে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
আটকৃকত মোবাইল চোর গোলাম রাব্বি ফতুল্লা মডেল থানার কাশিপুর মুলিবাশ এলাকার আসাদ ওরফে মিজান মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে রোববার বেলা বারোটার দিকে ফতুল্লা মডেল থানার আদালত পাড়ায়।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বাবুল জানায়, গ্রেপ্তারকৃত গোলাম রাব্বি একজন পেশাদার ছিনতাইকারী ও চোর। তাদের একটি সিন্ডিকেট বা চক্র রয়েছে। এই চক্রের সদস্যরা প্রতিদিনই আদালত পাড়ায় প্রবেশ করে সুযোগ বুজে মোবাইল, টাকা-পয়সা,মূল্যবান সামগ্রী চুরি ও ছিনতাই করে থাকে।
রোববার বেলা ১২ টার দিকে এক ব্যক্তির নিকট থেকে গ্রেফতারকৃত গোলাম রাব্বি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পথচারীরা।পরে গনিপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেফতাকৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আরো একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।