নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

বল্লম বুকে বিদ্ধ করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৩, ২৫ মে ২০২৩

বল্লম বুকে বিদ্ধ করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে বল্লম বুকে বিদ্ধ করে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

কারাদণ্ডপ্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া ব্যাপারীর ছেলে আমির হামজা। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।


আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিকে বিরোধের জের ধরে সোনারগাঁয়ের জয়নাল আবেদীন তার ছোট ভাই আমির হামজার বল্লমের আঘাতে নিহত হয়।

 

পরে এ ঘটনায় তার স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।