নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৫১, ২৫ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের রসুলপুরে হামলায় বাতেন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তুলে নিতে মামলার বাদীসহ তার পুরো পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাদী শাহজান আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, উপজেলার সাতগ্রাম  ইউনিয়নের রসুলপুর গ্রামে তার বাবা মোঃ আব্দুল বাতেন (৭৫), ছোট ভাই আজিজুল (২৭) এবং ভাগিনা মুছাকে (২৫) গত ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় মোঃ রেজাউল করিম (৩৫)সহ ২৩ জন এবং অজ্ঞাতনামা ১৫-২০ জন ব্যক্তি সমাজের ওয়াজ মাহফিল ও মাদক নিয়ে পূর্ব শুত্রুতার জের ধরে পথরোধ করে মারপিট ও হত্যার চেষ্টা চালায়।

এতে আমার বাবা বাতেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় আমি বাদী হয়ে রেজাইলসহ ২৩ জনের নামের একটি হত্যা মামলা দায়ের করি। এই ঘটনায় কোন আসামী গ্রেফতার করেনি পুলিশ। 

মোঃ শাহজাহান অভিযোগ করেছেন, মামলার পর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। বসতভিটায় ইট-পাথর নিক্ষেপসহ আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

এতে আমার পুরা পরিবার আতংকিত হয়ে পড়েছি। আমরা অনেকে বর্তমানে বাড়ী ছাড়া থাকতে হচ্ছে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। 

তিনি ঘটনাটি সাধারণ ডায়েরীভুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার আড়াইহাজার থানায় আবেদন করেছেন।  


আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হুমকির ঘটনাটি শুনেছি। তদন্ত করা হবে। তবে সাধারণ ডায়েরীটি রেকর্ড হয়নি।