নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম শিকদার কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগার টায় মরহুমের নিজ বাস ভবনের মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইব্রাহিম মিয়া তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় সোনারগাঁ থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

এর পর জানাজা নামাযে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক,সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান,সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইমতিয়াজ বকুল প্রমুখ অংশগ্রহণ করেন। 


উল্লেখ্য মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিকদার শুক্রবার ১৭ই ফেব্রুয়ারী সাড়ে দশটায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়ছে ৬৯ বছর। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও দুই মেয়ে নাতী নাতনি রেখে যান। পরে পরে অলিপুরা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।